শিশু
আছিয়াসহ নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট
পার্টি (সিপিবি) আজ ১৫ মার্চ ২০২৫ শনিবার বিকালে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী
শোক দিবস উপলক্ষে কালোপতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি’র
কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবন থেকে শোক মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের
সামনে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি’র
সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের
সমাজতান্ত্রিক দল-বাসদ এর সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের
সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সম্পাদক লুনা
নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার। সমাবেশে পরিচালনা করেন সিপিবির
সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।
সমাবেশে
সিপিবি সভাপতি শাহ আলম বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার শিশু আছিয়ার
মৃত্যুর ঘটনা পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়ে গেল। বাংলাদেশকে জানান দিল
সত্যিকারের বৈষম্যবিরোধী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই শেষ হয়নি।
দেশের সকল গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করলেও অতীতের সরকারের সময়ের মতো বর্তমান সরকারের সময়েও নারী-শিশু ধর্ষণ,
নির্যাতন অব্যাহত আছে। যতক্ষণ অবধি নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা
নিশ্চিত না হবে ততক্ষণ এ লড়াই চালিয়ে যেতে হবে। সমাবেশে শাহ
আলম আরও বলেন,
অতীতের আওয়ামী সরকারসহ বিভিন্ন সময়ে ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে সিপিবি
সামনের কাতারে থেকে লড়াই করেছে। বিশেষ করে তনু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে
হরতাল কর্মসূচি পালন করে। নুসরাত ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সিপিবি বঙ্গভবন
থেকে গণভবন পর্যন্ত মানবপ্রাচীর গড়ে তোলে। তিনি শিশু আছিয়াসহ ধর্ষণ ও
হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীবিদ্বেষী প্রচারণা বন্ধ
করার দাবি করেন।
সমাবেশে
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের কথা পরিষ্কার
আমরা আর কোন আছিয়াকে ধর্ষিত হতে দেখতে চাই না, আর কোন আছিয়াকে হত্যার শিকার
হতে দেখতে চাই না। এই ইস্যুতে আর রাজপথেও আসতে চাই না। তিনি বলেন, এসব
ধর্ষণ-হত্যা বন্ধে সরকারকেই দায়িত্ব নিতে হবে। দ্রুত সকল ধর্ষণ, হত্যার
বিচার কাজ সম্পন্ন করতে হবে। বিচারহীনতার কারণেই এসব ঘটনা বেড়ে চলেছে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া
সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকশত নেতাকর্মীর উপস্থিতিতে পার্টির
সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কালো পতাকা
উত্তোলনের মাধ্যমে শোক দিবস পালনের কর্মসূচি সূত্রপাত করেন।
এ
সময় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এই কর্মসূচির অংশ
হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা কার্যালয়েও কালো পতাকা উত্তোলন ও সমাবেশ
অনুষ্ঠিত হয়।