Revolutionary democratic transformation towards socialism

যুদ্ধবিরতি লংঘন করে গাজায় ইসরায়েলি হামলায় সিপিবির নিন্দা


আন্তর্জাতিক আইনে স্বীকৃত যুদ্ধবিরতির বিধান লংঘন করে গাজায় ইসরায়েলি বাহিনী আবারও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৯ মার্চ ২০২৫, বুধবার এক বিবৃতিতে ১৭ মার্চ রাত থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এই মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ্যেই বলা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা নগর এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহসহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।

সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি করে। আবার সেই যুক্তরাষ্ট্রেরই পরামর্শে যুদ্ধবিরতি লংঘন করানো এক ব্যাপকতর এবং নিষ্ঠুরতম প্রতারণা। প্রতারণাই যে সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য তা আবারও প্রমাণিত হলো। সিপিবি নেতৃবৃন্দ অবিলম্বে হামলা বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দি মুক্তি এবং গাজায় ত্রাণ সাহায্য আরো জোরদার করার জন্য জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..