কৃষক ও ক্রেতার স্বার্থ রক্ষায় সারাদেশে “উৎপাদক ও ক্রেতা সমবায়” গড়ে তুলুন

Posted: 20 সেপ্টেম্বর, 2024

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বড়দিয়া শাখা সম্মেলন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশ সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দীর্ঘদিন ধরে স্বৈরশাসনবিরোধী আন্দোলনের গণতান্ত্রিক দলসমূহের সঙ্গে আলোচনা করে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে কার্যকর ভূমিকা নেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যকে সামনে রেখে সংস্কারের রোড ম্যাপ ঘোষণা ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করতে হবে। তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে হত্যা, সারা দেশে ‘মব’, পাহাড়ে হামলা, দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজি, হুমকি-ধামকি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি বলেন, গ্রামের কৃষক ক্ষেতমজুর, গ্রাম শহরের শ্রমজীবী মানুষ দেশকে বাঁচিয়ে রেখেছে। এদের উপার্জিত অর্থ লুটপাটকারীরা তাদের স্বার্থে আইন করে, নানাভাবে চাঁদাবাজি করে ভাগ-বাটোয়ারা করে নেয়। এ অবস্থার পরিবর্তন করতে হবে, এজন্য চলমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে।

এটি পরিপূর্ণভাবে করতে হলে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে। পার্টিকে, বামপন্থীদের ক্ষমতায় যেতে হবে। মানুষের কাছে গিয়ে সর্বত্র বিকল্প তুলে ধরে মানুষকে সংগঠিত করতে হবে। তিনি জনজীবনের সংকট দূর করার দাবিতে এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে আগামীতে স্থানীয় সরকারসহ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামকে এগিয়ে নেওয়া ও জনজীবনের সংকট সমাধানে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

তিনি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, সকলের কর্মসংস্থান নিশ্চিত করা এবং কৃষি পণ্যের উৎপাদন খরচ কমানো, কৃষক ও ক্রেতার স্বার্থ রক্ষায় সারাদেশে “উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায়” গড়ে তোলার আহ্বান জানান।

আজ ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ১১টায় বড়দিয়া পোস্ট অফিস রোডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়দিয়া বাজারে পথসভায় মিলিত হয়।

পথসভায় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাশ, সিপিবি নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ বক্তব্য রাখেন।

এরপর বেলা সাড়ে ১১টায় সিপিবি বড়দিয়া শাখার সম্পাদক শেখ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাশ, সিপিবি নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ , নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন রায়, সনজিৎ রাজবংশী, একেএম শহিদুল ইসলাম, শিকদার আনিসুর রহমান, প্রবীর রায়, খান আশরাফুল হাবিব শিহাব, সিরাজুল ইসলাম শিমুল, অনির্বাণ সাহা, আব্দুল করিম সরদার, সাদিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।