বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি বর্ষীয়ান শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ দেশের শ্রমিক আন্দোলনে কমরেড শফিউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ভূমিকা এ দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সংগ্রামী জীবন থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Login to comment..