Revolutionary democratic transformation towards socialism

সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বিকল্প উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে -উত্তরা দক্ষিণখানে মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সিপিবি মনোনীত মেয়রপ্রার্থী ডা. আহম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বিকল্প উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। আজ ২৬ জানুয়ারি বিকাল ৪টায় উত্তরা দক্ষিণখান রেলগেট, এয়ারপোর্ট এলাকায় পথসভা ও গণসংযোগকালে তিনি একথা বলেন। পথসভায় ডা. রুবেল বলেন, শুধু শহরে দূষণ বন্ধ করতে আবেদন নিবেদন নয়, যারা এ শহরকে দূষণ করছে তাদের উপর অধিক মাত্রায় কর ধার্য করা হবে। শাস্তির বিধান করতে উদ্যোগ নেওয়া হবে। একইভাবে যারা খাদ্যে ভেজাল দিবে, ওষুধে ভেজাল দিবে তাদের শাস্তি হবে দৃষ্টান্তস্থাপনকারী। তিনি এই আন্দোলনে শরীক হতে এবং কাস্তে মার্কায় ভোট দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসবস্থানে

পথসভায় কাস্তে মার্কার মেয়রপ্রার্থীর পক্ষে আরও বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা মনিরা বেগম অনু, কেএম রুহুল আমিন, যুব ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার সজ্জন, ছাত্রনেতা প্রভাত আহম্মেদ প্রমুখ। ডা. রুবেল আরও বলেন, ফুটপাত চলাচলের উপযোগী রেখেও সারা দুনিয়ায় হকার ও ছোট ব্যবসায়ীরা নগরে থাকে। আর আমরা চাই সকলের জন্য ঢাকা। যে ফুটপাতে হকার বসতে পারে না, একই ব্যবস্থা গাড়ীওয়ালাদের জন্য থাকতে হবে। তিনি নগরের পথ শিশু ও প্রবীনদের উপযোগী করা ও প্রতিবন্ধীদের উপযোগী নগর করার অঙ্গীকার করেন। এছাড়া আজ হাতিরঝিল মগবাজার, তেজগাঁও, নাবিস্কো মিরপুর কাফরুল ভাসানটেক কচুক্ষেত এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..