Revolutionary democratic transformation towards socialism

বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পরিষদের সভায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা

আজ ৩ ডিসেম্বর বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা জানানো হয়। জোট সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুদ্দিন কবির আতিক, আকবর খান। সভায় নেতৃবৃন্দ বলেন, এই সরকারের আমলে ৮ বার বিদ্যুতের দাম বাড়ানোর হয়েছে। প্রতিবার দাম বাড়ানোর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানীর নামে তামাশার আয়োজন করে। নেতৃবৃন্দ বলেন, সরকারি বিদ্যুত কেন্দ্রগুলোর আধুনিকায়ন না করে এ সরকার বিদ্যুৎ খাত বেসরকারি মালিকানায় তুলে দিয়েছে। ধনীকশ্রেণির লুটপাটের স্বার্থেই বিদ্যুতের দাম বারবার বাড়ানো হচ্ছে। সভায় নেতৃবৃন্দ বলেন বিদ্যুতের দাম আবার বাড়ানো হলে বাম গণতান্ত্রিক জোট হরতাল-অবরোধের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সভার অন্য এক প্রস্তাবে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা ও সিপিবি’র সাবেক সভাপতি মনজুুরুল আহসান খানসহ সিপিবি-বাসদ নেতৃবৃন্দের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। সভা থেকে সিপিবি নেতা মুর্শিকুল ইসলাম শিমুল, মঞ্জুর মঈন, হোসেন আলী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ ৩০ জনের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..