Revolutionary democratic transformation towards socialism

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যাকাণ্ডে সিপিবি’র তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের পাঁচ বছর বয়সী শিশু তুহিনের বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। আজ ১৫ অক্টোবর এক বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, পাঁচ বছরের এক নিষ্পাপ শিশুর পৈশাচিক হত্যাকাণ্ড প্রচলিত পুঁজিবাদী সমাজে মনুষ্যত্বের চূড়ান্ত অধঃপতনেরই বহিঃপ্রকাশ। শিশু তুহিন আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার দুটি হত্যাকাণ্ডই সমাজের অবক্ষয় ও পৈশাচিকতাকেই প্রকাশ করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যে সমাজে মনুষ্যত্বের কোনো মূল্য নেই সে সমাজ টিকে থাকতে পারে না। নেতৃবৃন্দ বর্তমান পচা গলা মুনাফাভিত্তিক পুঁজিবাদী সমাজ ভেঙে মানবিক সমাজ গড়ার সংগ্রামে সামিল হতে দেশবাসীকে আহ্বান জানান। নেতৃবৃন্দ তুহিন হত্যকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..