Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত কৃষক-ক্ষেতমজুর-শ্রমিকদের দাবিতে ‘শীতকালীন সমাবেশের’ সিদ্ধান্ত

## দশজন নতুন সংগঠক মনোনীত আজ ৩ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভা সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে পার্টি কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়াদি আলোচনা করা হয়। সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানানো হয়। সিটি প্রশাসন ও সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ জানানো হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ গ্রহণের জন্য বাধ্য করতে চাপ প্রয়োগ করার পাশাপাশি পার্টির উদ্যোগে ডেঙ্গু আক্রান্তদের সহযোগিতা করা ও জনসচেতনতা তৈরি করার জন্য পার্টি কর্মীদের নির্দেশ দেয়া হয়। সভায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ নিতে সরকারকে বাধ্য করতে গণআন্দোলন গড়ে তোলার জন্য পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় কৃষক-ক্ষেতমজুর-শ্রমিক-ছাত্র-জনতার দাবি নিয়ে দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারি মাসে ঢাকায় ‘শীতকালীন সমাবেশ’ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশের আগে গ্রামাঞ্চল ও শিল্পাঞ্চলে হাজার হাজার কিলোমিটার পদযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির নতুন ১০ (দশ) জন সংগঠক মনোনীত করা হয়। নতুন সংগঠকরা হচ্ছেন- অ্যাড. আনোয়ার হোসেন রেজা, পরেশ কর, অমৃত বড়ুয়া, আবিদ হোসেন, অ্যাড. আইনুন নাহার লিপি, আসলাম খান, অ্যাড. মহসিন রেজা, হাফিজুল ইসলাম, মোতালেব মোল্লা, জাহিদ হোসেন খান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..