Revolutionary democratic transformation towards socialism

ফুলবাড়ী আন্দোলনের নেতা কমরেড নুরুজ্জামান-এর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার কর -সিপিবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে সিপিবি ফুলবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলনরত ৫৬জন শ্রমিকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৩ ধারায় দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১৬জন শ্রমিককে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক অনুমোদিত ১৫৪জন আন্দোলনরত শ্রমিককে উৎপাদন কর্মী হিসাবে নিয়োগ দেয়ার দাবি জানান। নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি পূরণ না করে হামলা-মামলা-নির্যাতন করে দাবিয়ে রাখার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..