Revolutionary democratic transformation towards socialism

রুটি-রুজি-অধিকার ও ইনসাফের সমাজ কায়েমে ‘কাস্তে’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান

## ভোটের নিশ্চয়তা চেয়ে সিপিবি’র প্রচারাভিযান সারাদেশে কাস্তে মার্কার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রচারাভিযানে আসন্ন নির্বাচনে সকলের ভোটাধিকারের নিশ্চয়তার দাবি জানানো হয়েছে। একই সাথে সকল ভোটারকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রুটি-রুজি-অধিকার ও ইনসাফের সমাজ কায়েমে সব ধরনের ভয়-ভীতি, বাধা উপেক্ষা করে ‘কাস্তে’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান হয়েছে। ‘কাস্তে’ মার্কার প্রার্থীবৃন্দ ছাড়াও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মাহবুবুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন আসনে গণসংযোগ, পথসভা, জনসভায় অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বর্তমানে দেশ ও জনগণের প্রধান চার বিপদ ‘লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা’কে পরাস্ত করতে সিপিবি চলমান আন্দোলনের পাশাপাশি ‘কাস্তে’ মার্কা নিয়ে নির্বাচনী সংগ্রামে অংশ নিচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ‘কাস্তে’ মার্কার প্রতিটি ভোট দ্বি-দলীয় ধারার লুটপাটতন্ত্রের কফিনে একেকটি পেরেক ঢুকবে। নেতৃবৃন্দ, গণতন্ত্রকে খর্ব করে ‘এক ভাগ’ মানুষের পকেট ভরার উন্নয়নের বিপরীতে ‘নিরানব্বই ভাগ’ মানুষের শ্রমে ও ঘামে অর্জিত অর্থনৈতিক অগ্রগতির সুফলকে ‘নিরানব্বই ভাগ’ মানুষের কাছে আনতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ, ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ বাস্তবায়নে ‘কাস্তে’ মার্কায় ভোট দিয়ে প্রার্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..