Revolutionary democratic transformation towards socialism

মহাজোট ও ঐক্য ফ্রন্টের নীতিহীন রাজনীতি বিকল্প নীতি আদর্শের বাম গণতান্ত্রিক জোট : কমরেড সেলিম ঢাকায় কাস্তে মার্কার সিপিবি’র প্রার্থীদের গণসংযোগে নেতৃবৃন্দ


আজ ২৫ ডিসেম্বর বিকেলে বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রর্থীরা ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। ঢাকা ১৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী খান আহসান হাবীব লাবলু’র মোহাম্মাদপুর টাউন হল মার্কেটের সামনে পথসভা বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, ঢাকা কমিটি’র নেতা হাসিনুর রহমান রুশো, আক্তার হোসেন, মনিষা মজুমদার, কৃষক নেতা সামসুজ্জামান হীরা, সিপিবি নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, জামাল হায়দার, মোশারফ হোসেন, মোতালেব হোসেন, আলমগীর কবীর, আহাম্মদ তালাত তাজীব ছাত্রনেতা জহর লাল রায়, ঋদ্ধ্য অনিন্দ্য প্রমুখ। ঢাকা-৬ আসনে বামজোট ও সিপিবি’র প্রার্থী আবু তাহের হোসেন বকুলের পক্ষে বিকেল ৩:৩০টায় ইস্ট এন্ড ক্লাব, ধূপখোলা মাঠ থেকে ৪৫, ৪৬ ও ৪৩ নং ওয়ার্ড এলাকায় গনসংযোগ, পদযাত্রা, পথসভ অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, আব্দুল কাদের, সিপিবি নেতা বিকাশ সাহা, সিপিবি ঢাকা কমিটির সদস্য মুর্শিকুল ইসলাম শিমুল, ত্রিদিব সাহা, সিপিবি নেতা এ্যাড. আবু তাহের, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা আজাদ, হোসেন গোলাম রাব্বী, আনোয়ার হোসেন ছাত্রনেতা দীপক শীল প্রমুখ। ঢাকা-১৫ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আজ বিকালে ১০নং গোল চত্বর থেকে সেনপাড়া-কাজীপাড়া-ইব্রাহিমপুর-কচুক্ষেত এলাকা পথসভা ও গণসংযোগ করেন এসব পথসভায় বক্তব্য রাখেন- প্রফেসর ডা. রেজাউল হক, ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা কমিটির সদস্য কে এম মিন্টু, সাবেক ছাত্র নেতা সুলতানা ফেরদৌসি পলি, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলী কাউসার মামুন, প্রকৌশলী মানিক সরকার, সাদিয়া আলম মুনমুন সিপিবি মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক

রাসেল ইসলাম সুজন, সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন খন্দকার হিরকুল ইসলাম, বাম জোট মিরপুরের সমন্বয়ক আসাদুজ্জামান আজিম, উদীচী কাফরুলের সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রমুখ। ঢাকা-১৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পীরের বাগ-পাইক পাড়া, কল্যাণপুর-টেকনিকাল এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা করেন বক্তব্য রাখেন- প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, ঢাকা কমিটির নেতা সাজেদা বেগম সাজু, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, সিপিবিনেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ। ঢাকা-১ আসনে কাস্তে মার্কার প্রার্থী আবিদ হোসেন নবাবগঞ্জ-দোহার এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- আবিদ হোসেন, মোবারক হোসেন ঝন্টু, শেখ হান্নান, ছাত্র নেতা ফাহিম হোসেন পবন প্রমুখ। ঢাকা-২ আসনে কাস্তে মার্কার বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী সুকান্ত শফী চৌধুরী সাভার কেরানিগন্জ, এলাকায় গণসংযোগ করেন সিপিবি নেতা মাহামুদুর রহমান বিরল, যুব নেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা তাহাসান, সজল আহাম্মেদ প্রমুখ। ঢাকা-১৩ আসনে মোহাম্মাদপুর টাউন হলের পথ সভায় সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন সন্ত্রাস পেশীশক্তি কালো টাকার মালিকদের ভোট দিলে ভোট পচে জনগণ এবার ভোট পচাবেনা কাস্তে ভোট দিয়ে জনগনের বিজয় নিশ্চিত হবে। তিনি আরো বলেন দুইজোটের নাতিহীন রাজনীতি বাইরে জনগন বিকল্প খুঁজছে আর সেই বিকল্প বাম গণতান্ত্রিক জোট। সুত্রাপুরে পথসভায় অধ্যাপক এম এম আকাশ বলেন কালোটাকার মালিকদের ভোট দিলে কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে না টাকা দিয়ে ভোট কেনা শুরু হয়ে গেছে জনগন এই বিষয় প্রত্যাখ্যান করেই কাস্তে মার্কায় ভোট দিবেন। তিনি আরো বলেন ভিশন মুক্তিযুদ্ধ ৭১’র বাস্তবায়নে বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়তে কাস্তে মার্কা এক মাত্র বিকল্প। বিজয়ের মাসে ভিশন মুক্তিযুদ্ধ ৭১’র আর এক বার বিজয় হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..