Revolutionary democratic transformation towards socialism

শোষণ বৈষম্য লুটপাট বন্ধ করতে দুই জোটের বাহিরে বাম জোটের কাস্তে মার্কায় ভোট দিয়ে রাজনীতি আমূল পরির্বতন করুন Ñঅধ্যাপক এম এম আকাশ ঢাকায় কাস্তে মার্কার সিপিবি’র প্রার্থীদের গণসংযোগে নেতৃবৃন্দ

আজ ২২ ডিসেম্বর বিকেলে বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রর্থীরা ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। ঢাকা-১৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী খান আহসান হাবীব লাবলু’র সংকর প্লাজার সামনে পথসভা বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা অর্থনীতিবীদ এম এম আকাশ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান সেলিম সিপিবি, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, সিপিবি ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, জামাল হায়দার, ডা. রাকিবুল ইসলাম, মোতালেব হোসেন, আলমগীর কবীর, ফেরদৌস আহাম্মেদ উজ্জ্বল, যুবনেতা শিল্পী আক্তার, সাফিয়া আরিফিন, মোনালিসা, আহাম্মদ তালাত তাজীব, রিদ্য অনিন্দ্য প্রমুখ ঢাকা-৬ আসনে সিপিবি ও বাম জোটের কাস্তে মার্কার প্রার্থী আবু তাহের হোসেন বকুলের পক্ষে গোপীবাগ রেল গেট, সেন্ট্রাল উইমেন্স কলেজ গেট, রাজধানী মার্কেট, ওয়ারী, রথখোলা, শাঁখারী বাজার মোড়, এলাকায় গণসংযোগ করেন এ সময় বক্তব্য রাসেল সিপিবি নেতা বিকাশ সাহা, ঢাকা কমিটির নেতা সেকান্দর হায়াত, যুব নেতা ত্রিদিব সাহা, সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বী খান, অ্যাড. নেসার আহমেদ, যুবনেতা আনোয়ার হোসেন, ছাত্রনেতা দীপক শীল, ফয়জুর মেহেদী, প্রিতম ফকির প্রমূখ ঢাকা-১৫ আসনে কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল- মনিপুর, পীরের বাগ মিরপুর ২ নম্বর এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেন- ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্র নেতা ডা. সুলতানা ফেরদৌসি পলি, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লাকী আক্তার, আলী কাউসার মামুন, সিপিবি মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন খন্দকার হিরকুল ইসলাম, বাম জোট মিরপুরের সমন্বয়ক আসাদুজ্জামান আজিম উদীচী কাফরুলের সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। ঢাকা-১৪ আসনে রিয়াজ উদ্দিনের নেতৃত্বে টোলারবাগ পাইকপাড়া, রুপনগর ছাপাখানার মোড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা করেন বক্তব্য রাখেন- প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ অভিনয় শিল্পী যুব নেতা সুমনা সোমা আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, শ্রমিক নেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ। ঢাকা-১ আসনে আবিদ হোসেন নবাবগঞ্জ প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- আবিদ হোসেন, মাসুদ হোসেন, হরেন প্রমুখ। ঢাকা-২ আসনে সুকান্ত শফী চৌধুরী কেরানীগঞ্জ মধুর চর এলাকায় গণসংযোগ করেন কৃষক নেতা রেজাউল হোসেন প্রমুখ । পথসভায় অধ্যাপক এম এম আকাশ বলেন শোষণ বৈষম্য লুটপাট বন্ধ করতে হলে কাস্তে মার্কা ও বাম গণতান্ত্রিক জোটের বিকল্প নেই দুই জোটের লুটপাট ২৮ বছর দেখেন এখন পরির্বতন দরকার আর সেই পরির্বতন নৌকা থেকে ধানের শীষে ভোট নয় পরির্বতন হচ্ছে নৌকা ধানের শীষের বিকল্প হিসাবে কাস্তে মার্কা। পথসভায় নেতৃবিন্দু আরো বলেন সারা দেশে নির্বাচনে সরকারী দলের পেশী শক্তি অব্যাহত নির্বাচন কমিশন তা বন্ধ করতে ব্যার্থ হচ্ছে অবাধ নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হলে সন্ত্রাস পেশী শক্তি টাকার খেলা বন্ধ করতে হবে ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..