একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে কাস্তে মার্কায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মনোনীত প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলমের পক্ষে আজ ২৩ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগ করেছেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
পীরগঞ্জ-রাণীশংকৈলের বিভিন্ন নির্বাচনী পথসভায় সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের অগ্রগতির অন্যতম নায়ক কৃষক, গার্মেন্ট শ্রমিক, বিদেশে কর্মরত শ্রমজীবি মানুষ। অথচ এদের উৎপাদিত সম্পদ লুট করে যাচ্ছে ১ শতাংশ লুটেরা। এদের প্রতিনিধিরাই সংসসদে ভাগাভাগি করে আছে। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এজন্য তিনি ঠাকুরগাও-৩ আসনে কাস্তে মার্কায় তরুণ জননেতা প্রভাত সমীর শাহজাহান আলমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, লুটপাট-দূর্নীতি থেকে দেশকে মুক্ত করতে কাস্তে মার্কায় ভোট দিন।
কাস্তে মার্কার প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম বলেন, আমি নির্বাচিত হলে জনগণের গোলাম হয়ে থাকব। সার্বক্ষণিক কর্মী হিসেবে আপনাদের সেবা করব। আমার অফিসে কোন পর্দা থাকবে না, পিওন থাকবে না। ঐ অফিস হবে আপনাদের অফিস, ঢুকতে কোন অনুমতি লাগবে না। নির্বাচনে জয়লাভ করলে মুক্তিযুদ্ধের স্বপ্ন বায়নে নিজেকে নিবেদিত করে, সংসদে কৃষক-ক্ষেতমজুর-যুব-বৃদ্ধদের স্বার্থে নীতি প্রণয়ন করব।
রাণীশংকৈলের নেকমরদহাটে, রনীশংকৈল বন্দরে, পীরগঞ্জের বৈরচুনা বোর্ড বাজারে ও বলাইহাট বাজারে নির্বাচনী পথসভায় নেতৃবৃন্দ এসকল কথা বলেন। পথসভাসমূহে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কাস্তে মার্কার প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম, ঠাকুরগাঁও জেলা সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, উপজেলা ক্ষেতমুজুর সমিতির সভাপতি এম এ মমিন, রানীশংকৈল উপজেলা সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হরিপুর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুদ্দিন, কৃষক সমিতির উপজেলা সভাপতি অধীর কুমার রায়, সম্পাদক মেহেদী হাসান লেলিন, মোর্তূজা আলম, ছাত্র ইউনিয়ন নেতা আবু সালেহ মোঃ সিহাব প্রমুখ।
Login to comment..