Revolutionary democratic transformation towards socialism

আগামী ৬ আগস্ট চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী সমাবেশ

সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে আজ ৪ আগস্ট বাম গণতান্ত্রিক জোট-এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতীক, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি’র কেন্দ্রীয় নেতা মমিন উর রহমান বিশাল, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র পলিটব্যুরোর সদস্য আকবর খান। সভা থেকে নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সড়কে সৃষ্টি নৈরাজ্য নিরসন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে সড়কে নৈরাজ্য সৃষ্টির অন্যতম হোতা পরিবহন মালিক ও শ্রমিক নেতা সরকারের মন্ত্রী শাজাহান খানের অপসারণ দাবি করা হয়। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের প্রতি সন্ত্রাসীদের আক্রমণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচি আগামী ৬ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দিন বিকাল ৪টায়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..