Revolutionary democratic transformation towards socialism

গার্মেন্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাম জোট নেতৃবৃন্দ কালক্ষেপণ না করে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করুন মজুরি বৃদ্ধি নিয়ে তালবাহানা করলে শ্রমিকদের ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে যাবে হয়রানি ও নিপীড়নের পথে শ্রমিকদের ক্ষোভ প্রশমিত হবে না

আজ সকালে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা থেকে কালক্ষেপণ না করে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬,০০০/- (ষোল হাজার) টাকা নির্ধারণের ঘোষণা দেবার জন্য গার্মেন্ট মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন মজুরি নিয়ে তালবাহানা করলে গার্মেন্টস শ্রমিকদের ধৈয্যের বাঁধ ভেঙ্গে যেতে পারে। নেতৃবৃন্দ মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের মাত্র এক হাজার টাকা বৃদ্ধির প্রস্তাবকে নির্মম পরিহাস হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে কোন ছল-চাতুরী শ্রমিকরা বরদাশত করবে না। সভায় নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও গোয়েন্দা সংস্থাসমূহের নানা ধরনের হয়রানিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, হয়রানি ও দমন-নিপীড়নের পথে শ্রমিকদের বাঁচার দাবিকে দুর্বল ও বিভ্রান্ত করা যাবে না। বাম জোটের নেতৃবৃন্দ মজুরির ন্যায্য আদায় ও গার্মেন্টস শ্রমিকদের গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান। পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা মমিনুর রহমান বিশাল ও সিপিবির সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সম্পাদক জলি তালুকদার। শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, মো. ইয়াসিন, মোফাজ্জল হোসেন মোশতাক, তাসলিমা আক্তার, রাজু আহমেদ, আমেনা আক্তার, অরবিন্দু বেপারী বিন্দু, মুসা কলিমউল্লাহ, ফয়েজ হোসেন, মাহমুদ হোসেন, হুমায়ুন মুজিব, ফিরোজ আহমেদ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..