Revolutionary democratic transformation towards socialism

সিপিবি নেতৃবৃন্দের সাথে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক

গতকাল ২৪ জুলাই, পূর্বনির্ধারিত কোন সাক্ষাৎসূচি ও আলোচনা ছাড়াই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সৌজন্য সাক্ষাতে সিপিবি কার্যালয়ে আসেন। চা খাওয়ার কথা বলে তিনি সিপিবি কার্যালয়ে আসলে উপস্থিত সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে তাঁর সাক্ষাৎ হয়। তবে তাঁর আগমণকে কেন্দ্র করে কোনো কোনো সংবাদ মাধ্যমে নানা ধরনের মনগড়া সংবাদ প্রকাশিত হচ্ছে যা সত্য নয়। জনাব ওবায়দুল কাদের সাথে সিপিবি নেতৃবৃন্দের আলোচনা ছিল সৌজন্যমূলক। সেখানে বর্তমান রাজনৈতিক কোন ইস্যু নিয়ে আলোচনা হয়নি। সিপিবি তাদের গৃহীত নীতি অনুযায়ী মহাজোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে এবং আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার সংগ্রামে অবিচল থাকবে। সিপিবি এই সংগ্রাম এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..