Revolutionary democratic transformation towards socialism

দ্বি-দলীয় সহিংস রাজনীতির বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ার আহ্বান “মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও”-আওয়াজে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সিপিবি-বাসদ-এর জাতীয় সমাবেশ

“মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও”-আওয়াজে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২.৩০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিবি-বাসদ-এর শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দুই জোটের সহিংস রাজনীতির বিপরীতে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। পেট্রল বোমায় মানুষ খুন বন্ধ, গণতান্ত্রিক অধিকার রক্ষা, গুম-খুন-ক্রসফায়ার বন্ধ করা, চলমান সংকটের রাজনৈতিক সমাধান এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা এবং সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হবে সমাবেশ থেকে। দলীয়করণ-দুর্নীতি-লুটপাট বন্ধ, মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনা, গ্যাস-বিদ্যুত-ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ, শ্রমিকের মজুরি ৮ হাজার টাকা প্রদানসহ কৃষক-ক্ষেতমজুর, নারীসমাজ, ক্ষুদ্র জাতিসত্তার অধিকারসহ জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের কর্মসূচি এই জাতীয় সমাবেশ থেকে ঘোষণা করা হবে। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে আগামীকালের জাতীয় সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ ও দেশের মানুষ আজ অনিশ্চয়তা ও আতঙ্কেও মধ্যে দিন কাটাচ্ছে। বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালে বোমা, পেট্রোল বোমার আঘাতে মানুষ ক্ষত-বিক্ষত হচ্ছে। দেশ জ্বলছে-মানুষ মরছে। এই সংঘাত নিরসনের জন্য শাসক দল ও জোটের পক্ষ থেকে কোন রাজনৈতিক উদ্যোগ নেই। তারা শুধুমাত্র র্যা ব, পুলিশ, বিজিবি দিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেছে। এখন পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি না হয়ে সংঘাতের তীব্রতা বাড়ছে। ক্ষমতাকেন্দ্রিক সংঘাত-সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুই জোটের উপরই মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। আদর্শহীন ক্ষমতাকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলাই এসময়ের প্রধান রাজনৈতিক কর্তব্য। আগামীকালের জাতীয় সমাবেশ সফল করার মধ্য দিয়ে বিকল্প গড়ার প্রক্রিয়াকে অগ্রসর করার জন্য দেশবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..