Revolutionary democratic transformation towards socialism

ত্রাণ সংগ্রহ অভিযানকালে সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম অসহায়-নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ সকাল ১১.৩০ মিনিটে পুরানা পল্টন এলাকায় রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ অভিযানের শুরু করা হয়েছে। এই ত্রাণ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কমরেড মাহবুব আলম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন রেজা, কমরেড নুরুল ইসলাম গাজী, জেসি সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ। এসময় সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম অসহায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি সিপিবির নেতাকর্মীদের অসহায়-নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। রোহিঙ্গাদের সাহায্যার্থে এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। সিপিবি কার্যালয়ে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা জমা দেয়ার আহ্বান অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার জন্য সিপিবি কার্যালয়ে শুকনা খাবার, বস্ত্র, ওষুধ, নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী জমা নেওয়া হচ্ছে। সিপিবির ত্রাণ ও সহায়তা বিভাগে ত্রাণ সামগ্রী পাঠানোর ঠিকানা- ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন- ৯৫৫৮৬১২, ৯৫৮২৪৮৩ মোবাইল- ০১৭১১৪৩৮১৮১। অ্যাকাউন্ট নাম- ‘সিপিবি সহায়তা তহবিল’, নং- ০০০০০০২১১০৮৬২, জনতা ব্যাংক, পুরানা পল্টন শাখা। বিকাশ নম্বর- ০১৭২০০২২৩৩০ (পার্সোনাল)।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..