Revolutionary democratic transformation towards socialism

বৌদ্ধ ধর্মাবলম্বীসহ আদিবাসীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে সিপিবি-বাসদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১৬ সেপ্টেম্বর সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক বৌদ্ধ ধর্মাবলম্বীসহ আদিবাসীদের ওপর সন্ত্রাসী হামলা-নির্যাতন ও হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ করেছেন। নেতৃবৃন্দ এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সে দেশের সেনাবাহিনী ও উগ্র ধর্মীয় সম্প্রদায়িক জাতি বিদ্বেষীদের বর্বর হামলা, নির্যাতন, ধর্ষণের ঘটনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠী মুসলিম ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বী ও পাহড়ি বিভিন্ন আদিবাসী জনগণের ওপর হামলা-নির্যাতন, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের সম্প্রীতি বিনষ্ট করতেই উগ্রবাদীরা এমন ন্যাক্কারজনক তৎপরতা চালাচ্ছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক জনগণের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..