বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১৬ সেপ্টেম্বর সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক বৌদ্ধ ধর্মাবলম্বীসহ আদিবাসীদের ওপর সন্ত্রাসী হামলা-নির্যাতন ও হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ করেছেন।
নেতৃবৃন্দ এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সে দেশের সেনাবাহিনী ও উগ্র ধর্মীয় সম্প্রদায়িক জাতি বিদ্বেষীদের বর্বর হামলা, নির্যাতন, ধর্ষণের ঘটনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠী মুসলিম ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বী ও পাহড়ি বিভিন্ন আদিবাসী জনগণের ওপর হামলা-নির্যাতন, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের সম্প্রীতি বিনষ্ট করতেই উগ্রবাদীরা এমন ন্যাক্কারজনক তৎপরতা চালাচ্ছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক জনগণের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।
Login to comment..