Revolutionary democratic transformation towards socialism

কবি তরুণ সান্যালের মৃত্যুতে সিপিবির শোক

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু কবি তরুণ সান্যালের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, কবি তরুণ সান্যাল ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) যেসব উদ্যোগ গ্রহণ করে, তিনি সেসব উদ্যোগের সঙ্গে নিজেকে বিশেষভাবে যুক্ত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন বাংলাদেশ সহায়ক কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতির সম্পাদক, শান্তি পরিষদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, ভারত-সোভিয়েত সংস্কৃতি সমিতির সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য সিপিআই মার্চের মাঝামাঝি কলকাতার ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে যে সভার আয়োজন করে, কবি তরুণ সান্যাল ছিলেন তার অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি চালান তিনি। পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী শিবিরে তিনি নানা দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে বাংলাদেশ সরকার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের জনগণ বাংলাদেশের এক মহান বন্ধুকে হারাল। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..