বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে, শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয় ঐতিহাসিক। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিভিন্ন সময়ে দেওয়া হুংকারের যোগ্য জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই বিজয়ে বিশ্বক্রিকেটে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। এই বিজয় বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়কে স্পর্শ করেছে। দেশবাসীর সঙ্গে আমরাও বিশেষভাবে আনন্দিত ও গর্বিত। বিজয়ের এই ধারাকে অগ্রসর করে নিয়ে যেতে হবে।
Login to comment..