Revolutionary democratic transformation towards socialism

মাহমুদুর রহমান মান্নার বক্তব্য সম্পর্কে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে জানিয়েছেন যে, মাহমুদুর রহমান মান্না বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং জনৈক অজ্ঞাত ব্যাক্তির সাথে টেলিফোন কথোপকথনে যে সব বক্তব্য প্রদান করেছেন বলে প্রচারিত হয়েছে তা জনাব মান্নার একান্ত নিজস্ব বক্তব্য। সিপিবি এসব বক্তব্যকে অগ্রহণযোগ্য, ক্ষতিকর ও নিন্দনীয় বলে মনে করে। জনাব মান্নার এসব বক্তব্যের সাথে সিপিবির রাজনৈতিক অবস্থানের কোনো মিল নেই। বরঞ্চ অনেক ক্ষেত্রে তা সিপিবির অবস্থানের বিপরীতমুখী। নেতৃবৃন্দ আরও জানিয়েছেন যে সিপিবি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে পরিচালিত নাগরিক ঐক্যের সাথে কোনো রাজনৈতিক জোটে শরিক নেই, এবং অতীতেও কখনো এ ধরনের কোনো জোটে শরিক ছিল না। সিপিবি ১৫-দফা কর্মসূচির ভিত্তিতে বাসদের সাথে জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি ‘বাম-গণতান্ত্রিক রাজনৈতিক বিকল্প’ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। সিপিবি ও বাসদের জোট সেই লক্ষ্যে অবিচল আছে ও থাকবে। মাহমুদুর রহমান মান্নার বক্তব্যকে কেন্দ্র করে কোনো কোনো ব্যক্তি ও মহল সিপিবিকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর যে চেষ্টা করছে, সেই পরিপ্রেক্ষিতে সিপিবি নেতৃবৃন্দ এই তথ্য জানিয়েছেন। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..