বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সদস্য, গণসঙ্গীত শিল্পী, উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি, খেলাঘর আসর চট্টগ্রাম মহানগরীর সভাপতি কমরেড রবীন দে’র মৃত্যুতে পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড রবীন দে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। একজন গণসঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তাঁর অবদান আগামী দিনের রাজনৈতিক কর্মীদের পথ দেখাবে।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Login to comment..