বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ ২১ আগস্ট ঢাকা থেকে সিরাজগঞ্জের কাউয়াখোলা ইউনিয়নের চর দোগাছিতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন, বাসদ-এর কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা আকম জহিরুল ইসলাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আনসার আলী দুলাল, সিপিবি’র নেতা ইসমাইল হোসেন, বাসদ-এর নেতা নবকুমার কর্মকার প্রমুখ।
ত্রাণ বিতরণের সময় বন্যাদুর্গত মানুষ বামপন্থী নেতৃবৃন্দের কাছে তাঁদের সীমাহীন কষ্টের কথা বলেন।
বামপন্থী নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। নেতৃবৃন্দ বন্যার্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Login to comment..