Revolutionary democratic transformation towards socialism

বন্যা ত্রাণ সংগ্রহকালে পুলিশ ও সরকারি দলের কর্মীদের বাধা প্রদান কমিউনিস্ট পার্টির নিন্দা

বন্যা দুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা-কর্মীদের ঢাকার মিরপুর ও নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগ কর্মী ও পুলিশের বাধা প্রদানের তীব্র নিন্দা জানিয়েছেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহ আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের ব্যাপক অঞ্চল বন্যায় তলিয়ে গেছে। মানুষ অসহায় অবস্থার দিন কাটাচ্ছে। সরকার ব্যর্থ পরিস্থিতি মোকাবেলা করতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে কমিউনিস্ট পার্টির কর্মীরা পথে নেমেছে। জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে পৌঁছে দিচ্ছে বন্যাদুর্গত প্রান্তিক এলাকায়। সরকারি দল বন্যার্তদের বাঁচাতে নিজেদের কর্মকাণ্ড জোরদার করার পরিবর্তে যারা দুর্গতদের সাহায্য করতে চায় পুলিশ দিয়ে তাদের বাধা দিচ্ছে। নেতৃবৃন্দ তাঁদের বিবৃতিতে পার্টির সকল সদস্যবৃন্দকে জনগণকে সাথে নিয়ে বন্যাদুর্গতদের সাহায্যে ঝাপিয়ে পড়তে আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..