Revolutionary democratic transformation towards socialism

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান সিপিবি কর্মীদের প্রতি সেলিম-শাহ আলমের আহ্বান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে দেশব্যাপী বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ সিপিবির কর্মীদের পানিবন্দী মানুষকে উদ্ধার, চিকিৎসা সেবা-শুশ্রুষা, পানীয় জল সরবরাহ নিশ্চিতকরণ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা দুর্গতদের মাঝে বিতরণ ইত্যাদি মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা প্রদান করেছেন। সিপিবি নেতৃবৃন্দ একইসঙ্গে দেশের সব দেশপ্রেমিক, প্রগতিশীল, মানবদরদী শক্তি ও ব্যক্তিকে সহায়তার হাত নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেছেন। সিপিবি নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান, আশ্রয় কেন্দ্র স্থাপন, লঙ্গরখানা চালু ও ত্রাণ-সহায়তা কার্যক্রম শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। সরকারকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে দূর্গম এলাকা পর্যন্ত সহায়তা কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বণ্টনে বিন্দুমাত্র দূর্নীতির বিরুদ্ধে কার্যকর ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সিপিবি নেতৃবৃন্দ বলেন যে, পরিবেশ-প্রকৃতির ওপর মুনাফালোভী লুটেরাদের বেপরোয়া হস্তক্ষেপ ও আগ্রাসনের কারণে আমাদের দেশের নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে যাওয়া, বিশ্বময় তাপমাত্রা বৃদ্ধিসহ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়া ইত্যাদি ঘটনার ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়ে এ দেশের কোটি কোটি মানুষকে চরম বিপর্যয়ে নিক্ষেপ করেছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বে সব দেশই এসব কারণে আজ মহাবিপদের সম্মুখীন। এই বিপদ থেকে ধরিত্রিকে রক্ষার জন্য প্যারিস চুক্তির মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে কর্তব্য পালনের অঙ্গীকার করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা থেকে বিশ্বাসঘাতকতামূলকভাবে বেরিয়ে আসায় সে বিপদ আবার ঘনিভূত হয়েছে। পরিবেশ-প্রকৃতি রক্ষায় বিশ্বের সব দেশের মানুষকে আরো সক্রিয় হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..