বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড বাদল করের মৃত্যুতে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড বাদল কর বামপন্থী আন্দোলনের এক লড়াকু সৈনিক ছিলেন। সিলেটের প্রগতিশীল আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সিলেটের বামপন্থী আন্দোলনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি শুধু সিলেটে সিপিবি’র সভাপতিই ছিলেন না, ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সিলেট জেলা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এছাড়া নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আজ ৬ আগস্ট সকাল ১১টায় সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমরেড বাদল কর মৃত্যুবরণ করেন।