Revolutionary democratic transformation towards socialism

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মানববন্ধনে বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে ট্রাইব্যুনাল গঠন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে


সারাদেশে অব্যাহতভাবে নারী নির্যাতন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৪ আগস্ট, শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল) এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং নারী সেলের আহ্বায়ক নারী নেত্রী লক্ষী চক্রবর্তী, মানববন্ধন সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক জলি তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মাকসুদা আক্তার লাইলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টা শাসুন নাহার জ্যোৎস্না, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমান কৃষক নেতা লাকী আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা মুক্তা বাড়ৈ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী। মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারহীনতার ফলশ্রুতিতে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের চিত্র বেড়ে চলছে। বিশেষ করে বগুড়ার মা ও মেয়ের উপর নির্যাতন সমগ্র জাতিকে হতবাক-স্তম্ভিত করেছে। ক্ষমতাবানদের হাতে দেশের নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছে। বক্তারা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নারী ও শিশু নির্যাতন বন্ধে ট্রাইব্যুনাল গঠন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..