Revolutionary democratic transformation towards socialism

বর্ষীয়ান রাজনীতিক কমরেড জসিম মণ্ডল গুরুতর অসুস্থ, বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি


ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিংবদন্তী শ্রমিকনেতা বর্ষীয়ান রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডল গুরুতর অসুস্থ। তিনি নিউরোজিক্যালসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাঁকে আজ ১ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল

বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিএসএমএমইউ-এর নিউরোলোজি বিভাগের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলমের তত্ত্বাবধানে কেবিন ব্লকের ৪০৫-১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আজ দুপুরে কমরেড জসিম মণ্ডলকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..