Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দ্বি-দলীয় সহিংস রাজনীতির বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি সিপিবি-বাসদের মহাসমাবেশ সফল করুন

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মহাসমাবেশ সফল করার জন্য সিপিবি নেতৃবৃন্দ দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন। আজ বিকালে মুক্তিভবনে সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির সাথে ঢাকাস্থ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিপিবি প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এবং সিপিবি প্রেসিডিয়াম সদস্য ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী সাজ্জাদ জহির চন্দন। সভায় বক্তারা বলেন, দেশবাসী আজ দুই জোটের সহিংস রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রতিদিন পেট্রলবোমার আগুনে শিশু-নারীসহ সাধারণ মানুষ নির্মম মৃত্যুমুখে পতিত হচ্ছে। বক্তারা ক্ষমতাকেন্দ্রিক সংঘাত অবিলম্বে বন্ধ করার দাবী জানান। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, দলীয়করণ, দুর্নীতি, লুটপাট বন্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও শাস্তি নিশ্চিত করে রায় কার্যকর, সন্ত্রাসী-সাম্প্রদায়িক জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবীতে আহুত ২৭ ফেব্রুয়ারির সিপিবি-বাসদের মহাসমাবেশ সফল করতে বিভিন্ন জেলা-উপজেলাসহ রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড পর্যায়ে প্রচারণা, সমাবেশ করার কথা বলা হয়। মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, সাদেকুর রহমান শামীম, যুব নেতা কাফি রতন, ক্ষেতমজুর নেতা অ্যাড. সোহেল আহমেদ, আনোয়ার হোসেন রেজা, কৃষক নেতা আজম খান বাবু, ছাত্রনেতা লাকী আক্তারসহ প্রমুখ নেতৃবৃন্দ। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..