প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপেপ্তর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক জীবন ছিল ঘটনাবহুল। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। প্রথম জীবনে বামপন্থী নেতা হিসেবে জনগণের নানা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শেষ জীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও, বার বার নির্বাচিত এই সংসদ সদস্য আওয়ামী লীগের ব্যাপক প্রভাবের মধ্যেও ন্যাপ-এর প্রার্থী হিসেবে ’৭০-এর নির্বাচনে জয়লাভ করেন। স্বাধীন দেশের সংবিধান প্রণয়নে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিককে হারাল।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
সিপিবি’র পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ
জাতীয় সংসদ প্লাজায় প্রয়াতের মরদেহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রুহিন হোসেন প্রিন্স।
Login to comment..