Revolutionary democratic transformation towards socialism

"সরকারকেই তার নিরপেক্ষতা প্রমান ও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে"


দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রার ৬ষ্ঠ দিনে আজ ২৬ জানুয়ারি ২০২৫ বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় ফুলতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে ও ফুলতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)'র সাধারণ সম্পাদক ও বাম জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, "স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে অপ্রয়োজনীয় বিতর্ক অনাকাঙ্ক্ষিত। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকেই তার নিরপেক্ষতা প্রমাণ করে, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ পরিচালনা করতে হবে। ক্ষমতাকে ব্যবহার করে দল গোছানো, প্রশাসনকে ব্যবহার করা, ক্ষমতার দাপট দেখানো চলবে না।”

“জাতীয় সংসদের নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে টাকার খেলা-পেশি শক্তি- সাম্প্রদায়িক প্রচারনা-ভয় ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের

জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সব মানুষের মৌলিক অধিকার পূরণ, মানুষের মর্যাদা, সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ভয়মুক্ত পরিবেশ ছাড়া মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। সিপিবি ও বামপন্থীরা এই দায়িত্ব পালনের জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামে মানুষের সক্রিয় সমর্থন চায়।"

তিনি বিগত দিনের লুটপাট ও পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের সমালোচনা করে বলেন, "অর্থনীতির দূর্বৃত্তায়ন পরিবর্তন না করতে পারলে মানুষের মুক্তি আসবে না। এজন্যে রাষ্ট্র ক্ষমতায় প্রয়োজন নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির। এদেশে বাম প্রগতিশীল শক্তি এ দায়িত্ব পালন করতে পারে। এজন্য সিপিবির পতাকা তলে সচেতন দেশবাসীকে সমবেত হতে হবে।" 

গণসংযোগ ও পথসভায় সিপিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, অ্যাড. চিত্ত গোলদার, মিজানুর রহমান বাবু,

অ্যাড. নিত্যানন্দ ঢালী, গাজী আফজাল হোসেন, খন্দকার মনিরুজ্জামান, দিদারুল ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রুহিন হোসেন প্রিন্স গ্রামের মানুষের দুরবস্থার সমালোচনা করে বলেন, এই গ্রামের মানুষই আমাদের দেশের অর্থনৈতিক সচল করে রাখার অন্যতম দায়িত্ব পালন করছে। অথচ তাদের জীবন জীবিকার কোনো উন্নয়ন ঘটেনি। তিনি সব মানুষের কাজ শিক্ষা স্বাস্থ্য ও অবসর জীবনের সময় পেনশন নিশ্চিত করার দাবি জানান। 

তিনি পাচারকৃত টাকা ফেরত আনা, খেলাপী ঋণ উদ্ধার, এসবের সাথে জড়িতদের শাস্তি এবং সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

গণতন্ত্র অভিযাত্রার সপ্তম দিন, আগামীকাল ২৭ জানুয়ারি খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে গণসংযোগ, মতবিনিময়, পথসভায় রুহিন হোসেন প্রিন্স অংশ নেবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..