Revolutionary democratic transformation towards socialism

কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতন সাধারণ সম্পাদক নির্বাচিত


কাজী সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ত্রয়োদশ কংগ্রেসে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, পুরানা পল্টনের মুক্তিভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজী সাজ্জাদ জহির চন্দনকে সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় ৮ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর অন্য সদস্যগণ হলেন-

১. মুজাহিদুল ইসলাম সেলিম 
২. রফিকুজ্জামান লায়েক 
৩. এস এ রশীদ 
৪. রাগিব আহসান মুন্না 
৫. জলি তালুকদার 
৬. মো. আমিনুল ফরিদ।

গত ২২ সেপ্টেম্বর রাতে সমাপ্ত সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যগণ হলেন-

১. মোহাম্মদ শাহ আলম 
২. রুহিন হোসেন প্রিন্স 
৩. মিহির ঘোষ 
৪. শাহীন রহমান 
৫. লক্ষ্মী চক্রবর্তী 
৬. পরেশ কর 
৭. অনিরুদ্ধ দাশ অঞ্জন 
৮. আনোয়ার হোসেন রেজা 
৯. কাজী রুহুল আমীন 
১০. সাজেদুল হক রুবেল 
১১. লুনা নূর 
১২. আবিদ হোসেন 
১৩. ফজলুর রহমান 
১৪. এম এম আকাশ 
১৫. মৃণাল চৌধুরী 
১৬. মন্টু ঘোষ 
১৭. দিবালোক সিংহ 
১৮. এমদাদুল হক মিল্লাত 
১৯. মনিরা বেগম অনু 
২০. মনোজ দাশ 
২১. মো. কিবরিয়া 
২২.  আসলাম খান 
২৩. নিমাই গাঙ্গুলী 
২৪. লাকী আক্তার 
২৫. মানবেন্দ্র দেব 
২৬. সাদেকুর রহমান শামীম 
২৭. এস এম শুভ 
২৮. আহসান হাবিব লাবলু 
২৯. মহসিন রেজা 
৩০. সুব্রতা রায় 
৩১. রেবেকা সরেন 
৩২. সাজিদুল ইসলাম 
৩৩. মঞ্জুর মঈন 
৩৪. এস এম শহীদুল্লাহ সবুজ 
৩৫. সুকান্ত শফি চৌধুরী।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..