Revolutionary democratic transformation towards socialism

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে সিপিবির শোক


বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
 
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৬ জানুয়ারি ২০২৫, সোমবার, প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দেশ ও গণমানুষের প্রতি অধ্যাপক আনিসুর রহমানের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। অধ্যাপক আনিসুর রহমান একজন স্বনামধন্য অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীন হওয়ার পর দেশ পুনর্গঠনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক আনিসুর রহমান একজন দেশপ্রেমিক প্রগতিশীল মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বাম-প্রগতিশীল রাজনীতির এক শুভানুধ্যায়ীকে হারালো। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।  

উল্লেখ্য, অধ্যাপক আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং জেনেভায় ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (UNCTAD)-এর সিনিয়র রিসার্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইন্টারন্যাশনাল লেবার অফিসে (আইএলও) যোগদান করেন যেখানে তিনি ১৯৯০ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত গ্রামীণ দরিদ্রদের উন্নয়নে অংশগ্রহণের বিষয়ে একটি প্রোগ্রাম পরিচালনা করেন। 

সঙ্গীতের প্রতি অনুরাগ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অবদানের জন্য ২০০৪ সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

গত ৫ জানুয়ারি ২০২৫ দুপুরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..