Revolutionary democratic transformation towards socialism

শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে কিংবদন্তি শ্রমিকনেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরীকে শেষ বিদায়


কিংবদন্তি শ্রমিকনেতা, সিপিবির উপদেষ্টা ও সাবেক সভাপতি, টিইউসি’র সভাপতি, স্কপের অন্যতম নেতা প্রয়াত কমরেড সহিদুল্লাহ চৌধুরীকে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে বিদায় জানানো হলো।

আজ ৪ জানুয়ারি সকাল ৯টায় কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মরদেহ তার প্রাণপ্রিয় পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে আনা হয়। কমরেড সহিদুল্লাহ চৌধূরীর মরদেহে সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাস্তে-হাতুড়ি খচিত পার্টির লাল পতাকা এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। 

এরপর বিভিন্ন শ্রেণিপেশার সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রিয় নেতা কমরেড সহিদুল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


style="text-align: justify;">এ সময় কমরেড সহিদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন ও রেড স্যালুট প্রদান করা হয়।

আন্তর্জাতিক সংগীত শেষে পার্টি অফিস থেকে শোক র‌্যালি করে কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে কমরেড সহিদুল্লাহ চৌধুরীর প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শোক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিউসি)’র নেতা আবুল কালাম আজাদ এবং কমরেড সহিদুল্লাহ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান

মোজারুল ইসলাম চৌধুরী। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিকনেতা কাজী রুহুল আমিন এবং যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম।

বক্তারা কমরেড সহিদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন সাধারণ শ্রমিক থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। শুধু শ্রমিক আন্দোলন নয়, জাতীয় নেতৃত্বের ভূমিকা পালন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতির দায়িত্ব পালন করার এক অনন্য নজির স্থাপন করে গেছেন এই বর্ষীয়ান শ্রমিকনেতা। 

নেতৃবৃন্দ বলেন, শ্রমিক আন্দোলনে তার অবদান প্রতি মুহূর্তেই এদেশের শ্রমিক এবং মেহনতি মানুষ স্মরণ করবে।  নেতৃবৃন্দ বলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন শ্রমিক-মেহনতি মানুষের রাজত্ব কায়েমের। সেই শ্রমিক-মেহনতি মানুষের রাজত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়েই সহিদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে এদেশের শ্রমিক-মেহনতি মানুষকে এগিয়ে আসার আহ্বান

জানান তারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছাড়াও বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাম ঐক্য, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, সাপ্তাহিক একতাসহ শতাধিক সংগঠনের পক্ষ থেকে এবং অসংখ্য ব্যক্তিবর্গ তার প্রতি শ্রদ্ধা জানান।

কেন্দ্রীয় মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মরদেহ ডেমরায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তাকে ডেমরায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য,

গতকাল ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার, দুপুরে নিজ বাড়িতে কমরেড সহিদুল্লাহ চৌধুরী ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি সিপিবির উপদেষ্টা ও টিইউসি’র সভাপতি, পাট বস্ত্র ও সুতাকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। মুক্তিযুদ্ধের পর লতিফ বাওয়ানী জুট মিল চালুসহ ওই জুট মিলের শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন কমরেড সহিদুল্লাহ চৌধুরী।

আগামীকাল শোক দিবস পালন করবে সিপিবি

কমরেড সহিদুল্লাহ চৌধুরী স্মরণে আগামীকাল ৫ জানুয়ারি ২০২৫ দেশব্যাপী শোক দিবস ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শোক দিবসে দেশের সর্বত্র পার্টি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া জেলা কার্যালয়ে কমরেড শহীদুল্লাহ চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকসভা করার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..