বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও সাবেক সভাপতি কিংবদন্তি শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই শোক জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তী সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী দেশের শ্রমিক আন্দোলনে, বিশেষ করে পাটকল শ্রমিক আন্দোলনে কয়েক দশক ধরে তিনি নেতৃত্ব দান করেছেন। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে আজীবন তিনি লড়াকু ভূমিকা পালন করেছেন। সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নেতৃবৃন্দ বলেন, তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে পার্টির অপূরণীয় ক্ষতি হলো।
বিবৃতিতে তারা প্রয়াত সহিদুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ ৩ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সহিদুল্লাহ চৌধুরী বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
সিপিবির কর্মসূচি :
আগামীকাল সকাল ৯টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা জানানো শেষে শোক র্যালি সহকারে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে জাতির পক্ষ থেকে সকাল ১০-১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে। সিপিবির পক্ষ থেকে সকলকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।