Revolutionary democratic transformation towards socialism

দ্বি-পাক্ষিক বৈঠকে দেশের পরিস্থিতি, উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা


চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে আজ ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দের সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে সভায় আলোচনা হয়।

সভায় সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। মান্যবর চীনা রাষ্ট্রদূত এর সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।


style="text-align: justify;">দ্বি-পাক্ষিক এই সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতৃবৃন্দ অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যাবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।

এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

সিপিবি নেতৃবৃন্দ তাদের আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..