Revolutionary democratic transformation towards socialism

অক্টোবর বিপ্লব অফুরন্ত বিপ্লবী প্রেরণার উৎস


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মো. শাহ আলম বলেন, মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব নতুন তাৎপর্য নিয়ে সারা দুনিয়ার শোষিত-মেহনতি মানুষকে আজও উদ্দীপ্ত করে চলেছে। শোষণ, বৈষম্য, নিপীড়ন ও পুঁজিবাদের বিরুদ্ধে সারা বিশ্বে মানুষের লড়াই তীব্র হচ্ছে। শ্রমিকশ্রেণিসহ মেহনতি মানুষের কাছে, বিপ্লব প্রত্যাশী মানুষের কাছে অক্টোবর বিপ্লব অফুরন্ত বিপ্লবী প্রেরণার উৎস।

মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে আজ ৭ নভেম্বর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত সভায় সভাপতির বক্তৃতায় কমরেড শাহ আলম এসব কথা বলেন।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রারম্ভিক আলোচনা উত্থাপন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিন রহমান। বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফি, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড ডা. সাজেদুল হক রুবেল।  

কমরেড শাহ আলম বলেন, বাংলাদেশে শ্রমিকশ্রেণি অধিকার বঞ্চিত। শোষণ-বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলতে

হবে। সর্বত্র শ্রমজীবী মানুষের আধিপত্য কায়েম করতে হবে। অক্টোবর বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে বিপ্লবী আন্দোলনকে অগ্রসর করতে হবে।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিন রহমান তার বক্তব্যে বলেন, অক্টোবর বিপ্লব পুঁজিবাদের ভিত্তিমূলে আঘাত হেনেছিল, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিল মানুষকে। উচ্ছেদ করেছিল মানুষের ওপর মানুষের শোষণকে। সূচনা হয়েছিল নতুন যুগের, নতুন সভ্যতার। আজ নতুনভাবে অক্টোবর বিপ্লব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই বিপ্লবের ইতিবাচক প্রভাব সর্বব্যাপী।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফি বলেন, অক্টোবর বিপ্লব এখনো বিশ্বের মুক্তিকামী মানুষকে আলোড়িত ও আলোকিত করে চলেছে। অক্টোবর বিপ্লব যে স্বপ্ন দেখিয়েছে, তা বেঁচে থাকবে চিরকাল। মানুষের মুক্তির জন্য সমাজতন্ত্রের বিকল্প নেই।

সিপিবির সম্পাদক কমরেড ডা. সাজেদুল হক রুবেল বলেন, সোভিয়েত-উত্তর এককেন্দ্রিক পৃথিবীতে সাম্রাজ্যবাদ তার আগ্রাসী তৎপরতা বাড়িয়েছে। তার বিরুদ্ধে দেশে দেশে লড়াই তীব্র হচ্ছে। পুঁজিবাদী দেশের মানুষও সমাজতন্ত্রের দিকে ঝুঁকছে।

এর পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..