বাংলাদেশের
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক
রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ এপ্রিল ২০২৫ এক বিবৃতিতে গ্রাহক পর্যায়ে সয়াবিন
তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট
৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ
বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপরদিকে
ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প বিশেষ করে
ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই
চাপানো হবে। এছাড়া ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের খরচ বাড়াবে এবং
সিন্ডিকেট ব্যবসায়ীদের ‘পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির
প্রবণতা’কে প্রশ্রয় দেওয়া হবে।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন,
অন্তর্বর্তীকালীন সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির
ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী।
বিবৃতিতে
নেতৃবৃন্দ গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের
শান্তি নিশ্চিত করার দাবি জানান।