বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভা আজ ১৪ অক্টোবর, ২০২৪ তারিখে বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা। উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করতে পারার জন্য সরকারের সমালোচনা করেন।
তারা বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ আমলে যে ব্যবসায়ীরা বাজারকে অস্থিতিশীল করতেন, আজও তারাই বাজারকে নিয়ন্ত্রণ করছেন। মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত-গরিব মানুষরা হাসফাঁস করছে এই দ্রব্যমূল্যের বাজারে। শ্রমিক এলাকায় বিক্ষোভ বাড়ছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে, রেশনের ব্যবস্থা না করে শুধু শ্রমিকদের উপর গুলি চালিয়ে সমস্যার সমাধান হবে না। নিম্নবিত্ত-গরিব-মেহনতি মানুষকে রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে।”
নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গরিব-নিম্নবিত্ত মানুষদের তালিকা করে রেশনের ব্যবস্থা করার আহ্বান জানান।