Revolutionary democratic transformation towards socialism

সীতাকুণ্ডের শ্রমিকনেতা মো. আবু তাহেরকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে মুক্তি দাবি করেছে সিপিবি


লড়াকু শ্রমিক নেতা, নাভানা ব্যাটারিজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সিপিবি, সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য মো. আবু তাহেরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
 
আজ ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার এক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, শ্রমিক, মজুর, মেহনতি মানুষের অধিকার আদায়ের একজন লড়াকু নেতা মো. আবু তাহের। নাভানা ব্যাটারিজসহ সীতাকুণ্ডের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে তিনি খুবই জনপ্রিয়। সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত আবু তাহের দায়িত্বশীল গঠনমূলক শ্রমিক আন্দোলন এবং শ্রমিকশ্রেণির মুক্তির সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করে আসছেন।
 
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে, এমন একজন শ্রমিক নেতাকে বর্তমান অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনী বিনা উসকানিতে বিনা পরোয়ানায় গ্রেফতার করেছে। পুলিশের এ ধরনের অন্যায়, অগণতান্ত্রিক, শ্রমিক নিপীড়নমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তির দাবি করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতনের পর আজকের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার সুযোগ পেয়েছে, সেই অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা ছিল অতুলনীয়। শ্রমিক, মেহনতি মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর এখন শ্রমিকদের তাদের অধিকার চাইতে গিয়ে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হচ্ছে। আবু তাহেরের গ্রেফতারের ঘটনা আমাদের আবারও রাষ্ট্রযন্ত্রের শ্রমিক স্বার্থবিরোধী ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

নেতৃবৃন্দ সিপিবির পক্ষ থেকে অবিলম্বে শ্রমিক নেতা আবু তাহেরের মুক্তির দাবি জানান। একইসঙ্গে পুলিশকে গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক নিপীড়নমূলক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..