Revolutionary democratic transformation towards socialism

টিএনজেড গ্রুপসহ সকল শ্রমিক কর্মচারীর বেতন-বোনাস প্রদানের দাবি সিপিবির


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৯ মার্চ এক বিবৃতিতে টিএনজেডসহ সকল শ্রমিক কর্মচারীর বেতন বোনাস প্রদান নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে, এখনো টিএনজেড গ্রুপসহ শত শত কারখানায় বেতন বোনাস পরিশোধ করা হয়নি। সমগ্র দেশবাসী ঈদের আনন্দ শুরু করেছেন। কিন্তু বেতন-বোনাস না পাওয়া শ্রমজীবী মানুষের জীবন চরম সংকটাপন্ন। যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

এমতাবস্থায় শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঈদের ছুটি কমিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সকলকে পাওনা বুঝিয়ে দিয়ে ঈদের আনন্দ উপভোগ নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

যদি কোনো মালিক সামর্থ্য থাকা সত্বেও বেতন-বোনাস পরিশোধ না করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে হবে। মালিক পাওনা পরিশোধে ব্যর্থ হলে সরকারকে দায়িত্ব নিতে হবে মর্মেও দাবি জানান নেতৃবৃন্দ।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..