Revolutionary democratic transformation towards socialism

সন্‌জীদা খাতুনের মরদেহে সিপিবির শ্রদ্ধা নিবেদন


বিশিষ্ট সংগীতজ্ঞ, শিক্ষক, গবেষক, শিল্পী, সংগঠক, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি প্রয়াত সন্‌জীদা খাতুনের মরদেহে ফুল দিয়ে ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ।

আজ ২৬ মার্চ ২০২৫, বুধবার, দুপুরে প্রয়াত রবীন্দ্র গবেষক ও সংগীতঙ্গ সন্‌জীদা খাতুনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শোকের পরিবেশ সৃষ্টি হয়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে সন্‌জীদা খাতুনের মরদেহে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, সম্পাদক লুনা নূর, সদস্য জলি তালুকদার, মানবেন্দ্র দেব, জাহিদ হোসেন খান প্রমুখ। 

এছাড়া কেন্দ্রীয়, নগরসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..