Revolutionary democratic transformation towards socialism

সাপ্তাহিক একতার বিরুদ্ধে আওয়ামী আমলে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ


দেশের ঐতিহ্যবাহী পত্রিকা গণমানুষের সাপ্তাহিক “একতা”র বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে আরোপিত সরকারি বিজ্ঞাপন প্রদানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আজ ১৬ মার্চ ২০২৫ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকার সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির ডিএফপি তালিকা থেকে একতা পত্রিকার নাম বাতিল করে দেয় ২০১৪ সালে।

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে এই স্থগিতাদেশ দেয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।

সাপ্তাহিক একতার পক্ষে রিট মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী। এর আগে একই ইস্যুতে এই বেঞ্চ সরকারের উপর রুল জারি করে।

উল্লেখ্য, শুধুমাত্র রাজনৈতিক হীন উদ্দেশ্যে প্রণোদিত হয়ে বিগত আওয়ামী সরকার ‘সাপ্তাহিক একতা’র অধিকার খর্ব করে। আজ হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সাপ্তাহিক একতা সরকারি বিজ্ঞাপন প্রাপ্তিতে তার অধিকার ফিরে পেল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..