স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদ রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে জাতি আজ একজন দেশপ্রেমিক সূর্যসন্তানকে হারালো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস আজ ১৯ এপ্রিল ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা ২৫ মিনিটে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।