Revolutionary democratic transformation towards socialism

আগামী ২০ জানুয়ারি পল্টনে সিপিবি’র মহাসমাবেশে বোমা হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকীতে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিক্ষোভ মিছিল


আগামী ২০ জানুয়ারি ২০২৪, পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে দ্বি-দলীয় ধারার বিপরীতে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান নিয়ে সিপিবি’র লাখো মানুষের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে দেশের বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই সমাবেশ লুটেরা প্রতিক্রিয়াশীল সাম্রাজবাদী-মৌলবাদী শক্তির জন্য হুমকিস্বরূপ গণমানুষের শক্তি হিসেবে আবির্ভুত হয়। এ কারণেই প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র এই লড়াইকে অবদমিত করার জন্য নৃশংস বোমা হামলা চালায়। 

এই হামলায় সিপিবি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নেতা কমরেড হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও মাদারীপুরের কমরেড মোক্তার হোসেন ঘটনাস্থলেই এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা কমরেড বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ওই বছরেই ২ ফেব্রুয়ারি শহীদের মৃত্যুবরণ করেন। বোমা হামলায় শতাধিক কমরেড আহত হন। যাদের মধ্যে অনেকে এখনও পঙ্গু জীবনযাপন করছেন। এই হামলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বর্বরোচিত ও কলঙ্কিত ঘটনা।

কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে এবং মেহনতি মানুষের সংগ্রামকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা বারবার চালানো হয়েছে। কিন্তু নানা বাধা-বিপত্তি অতিক্রম করেও কমিউনিস্ট পার্টি দেশের মানুষের স্বার্থে শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত-অসাম্প্রদায়িক সমাজ গড়তে, দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার লড়াই-সংগ্রাম দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। 

আগামী ২০ জানুয়ারি ২০২৪, শনিবার সকাল ১০.৩০টায় পল্টন হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকীতে পুরানা পল্টনস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করবে।  


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..