Revolutionary democratic transformation towards socialism

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কমরেড সুনীল দাশগুপ্তের প্রয়াণে সিপিবি’র শোক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার কারণে বাংলাদেশ সরকারের কাছ থেকে বিশেষ সম্মাননা প্রাপ্ত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জার্মান প্রবাসী ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই)-এর জার্মান প্রতিনিধি কমরেড সুনীল দাশগুপ্তের প্রয়াণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, কমরেড সুনীল দাশগুপ্তের প্রয়াণে বাংলাদেশের বাম-গণতান্ত্রিক শক্তি আন্তর্জাতিক অঙ্গনে এক অকৃত্রিম বন্ধুকে হারালো। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, কমরেড সুনীল দাশগুপ্ত গতকাল ৮ জানুয়ারি বার্লিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর নেতা হিসেবে জার্মানিতে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বিদেশী নাগরিকদের মধ্যে হাতেগোনা যে কয়েকজন জার্মান নাগরিককে বাংলাদেশ সরকার বিশেষ সম্মাননা প্রদান করেছে, কমরেড সুনীল দাশগুপ্ত তাঁদের মধ্যে অন্যতম। তাঁর স্ত্রী কমরেড বারবারা দাশগুপ্তও একই সম্মাননায় ভূষিত হন। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..