Revolutionary democratic transformation towards socialism

সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আজহারুল ইসলামের মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৩০ জানুয়ারি ২০২৩, এক বিবৃতিতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক, মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ কৃষক সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিকগঞ্জের গণমানুষের নেতা কমরেড আজহারুল ইসলাম আরজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, কমরেড আরজুর মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। দেশ হারালো এক অকুতোভয় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে। কমরেড আরজু আমৃত্যু মেহনতি মানুষের মুক্তিসংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। মানিকগঞ্জের গণমানুষের নেতা কমরেড আরজু তার জীবদ্দশায় দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার আন্দোলনে একজন সক্রিয়, দক্ষসংগঠকের দায়িত্ব  পালন করেছেন। ছাত্র জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীনে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে যুক্ত করেছিলেন আমৃত্যু সেই পতাকা বহন করেছেন দৃঢ়তার সাথে।

বিবৃতিতে বলা হয়, সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড আরজুর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।

নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত আজহারুল ইসলাম আরজুর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, কমরেড আরজু আজ ৩০ জানুয়ারি (২৯ জানুয়ারি দিবাগত আনুমানিক রাত ২ টায়) তার মানিকগঞ্জের বাসভবনে  মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..