বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে পাবনার ঈশ্বরদীতে ১২ জন কৃষককে মাত্র ২৫/৩০ হাজার টাকার জন্য যারা হয়রানি করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শতশত কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, বড় বড় ঋণখেলাপীরা জনগণের টাকা মেরে খেয়ে অবাধে ঘোরাফিরা করছে, আর অল্পকিছু টাকার জন্য পাবনার ঈশ্বরদীতে কৃষকদের জেলে পাঠানো হয়েছে, ১২ জন কৃষক ঘরছাড়া। শুধু পাবনায় নয় সারাদেশে এ ধরনের নানারকম হয়রানির ঘটনা ঘটছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য এবং খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষকরা সকল প্রতিকূলতার মধ্যেও উৎপাদন অব্যাহত রেখেছে। সার, ডিজেলের মূল্যবৃদ্ধি, অপর্যাপ্ত বিদ্যুৎ ও পানি সংকটের ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে চলেছে, অথচ লাভজনক দাম পাচ্ছে না। কৃষকের এসব সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা যথাযথ না। অন্যদিকে অর্থ পাচারকারী,ঋণখেলাপী লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নানা ধরনের ছাড় দেওয়া হচ্ছে।
বিবৃতিতে কৃষকদের মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ ও পাচার-লুটপাটকারী, ঋণখেলাপীদের গ্রেফতারের দাবি জানান হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ সকল কৃষক, বর্গাচাষিদের পর্যাপ্ত প্রণোদনা, সারের মূল্য কমানো, ধানের ন্যায্যমূল্য নির্ধারণসহ সকল হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।