Revolutionary democratic transformation towards socialism

অভিনয়শিল্পী মাসুম আজিজের মৃত্যুতে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির গভীর শোক


প্রথিতযশা শিল্পী, অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি।
সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রগতিশীল সব সাংস্কৃতিক আন্দোলনেই অগ্রনী ভূ’মিকা পালন করেছেন মাসুম আজিজ। নাট্য সংগঠক হিসেবেও অনন্য ভূমিকা ছিল তাঁর। মাসুম আজিজ-এর মৃতুত্যে দেশের নাট্য জগত তথা সাংস্কৃতিক আন্দোলনের বড় ধরনের ক্ষতি হলো বলে শোকবার্তায় মন্তব্য করেন সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার।

উল্লেখ্য প্রয়াত মাসুম আজিজ সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুজ্জামান হীরার কনিষ্ঠ ভ্রাতা।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..