বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ জননেতা কমরেড অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুর রাজ্জাক এদেশে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যে অবদান রেখে গেছেন,তা স্মরণীয় হয়ে থাকবে। কমরেড আব্দুর রাজ্জাক উদীচী টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সভাপতি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকেছেন আজীবন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত আব্দুর রাজ্জাকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।